Posts

তোমার আমার মাথা

 মাথার ভিতর একটা পোকা, সবারই থাকে...সত্যি! পোকাটার ধরন পাল্টায় সময়ের সাথে, বয়সের সাথে। আমার পোকাটা খুব অস্থির, কিন্তু কোথাও উড়ে গিয়ে স্থিরও হতে পারেনা। কোথাও উড়ে বসতে পারবে? না পড়ে যাবে; এই ভয়ে উড়ালই দিতে পারে না। খালি একটা জায়গায় বসে ধুঁকতে থাকে, ঝিঁঝিঁ করে মাঝেমাঝে পোকাটা একটা অকর্মণ্য সৃষ্টি বটে। কোন পরিণতির দিকে যাচ্ছে না। আচ্ছা, সব পোকার কি একটা পরিণতির দিকেই হাঁটতে হবে এমন কোন কথা আছে? আচ্ছা, এই কথা টা ঠিকই বা করলো কে? কেন মানতে হবে কথা!? বেছে নিতে হবে অন্যও কারো ঠিক করা পরিণতি?  অথবা আমরা কি নিজেরাই হয়ত কোনও পরিণতি দেখতে চাই! নাহলে অনর্থক ঝিঁঝিঁটা মাঝে মাঝে এত গা জ্বালায় কেন?